পশ্চিমবঙ্গহেডলাইন
আগ্নেয়াস্ত্রসহ দুই সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্রসহ দুই সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ও হাড়োয়া থানার ঘটনা। বিক্ষিপ্ত দুই জায়গায় থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র ও বাদুড়িয়া থানা অনিল সাউ নেতৃত্বে জোড়া অশ্বতলা থেকে শামসুর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই রাউন্ড গুলি ও পিস্তল।
আরও পড়ুন: একইদিনে ভারতের দুই জায়গা কেঁপে উঠল ভূমিকম্পে, বড়সড় দুর্যোগের পূর্বাভাস বিজ্ঞানীদের
পাশাপাশি হাড়োয়ার খাসবালান্ডা এলাকা থেকে আক্রম আলী মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি হাবরা থানার এলাকায়। উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও রিভলবার। দুই সশস্ত্র দুষ্কৃতীকে শুক্রবার বসিরহাট মহাকুমার আদালতে তোলা হয়েছে।