বিজেপির নবান্ন অভিযানে বাস ভাড়া করে যাওয়ায় বরখাস্ত করা হলো ডিএন-৪৪ রুটের দুটি বাসকে

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বিজেপি নবান্ন অভিযানে বাস ভাড়া করে যাওয়ায় বরখাস্ত করা হল ডিএন-৪৪ রুটের দুটি বাসকে। ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানে যোগ দিতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌর মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে অভিযানে যাওয়ার জন্যে ডিএন-৪৪ রুটের দুটি বাস ভাড়া করেছিল বিজেপি যুব মোর্চাl
[আরও পড়ুন- প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট]
ডিএন-৪৪ রুটের মালিক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার ওই দুটি বাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়l বাস মালিক সমিতির দাবি ওই দুটি বাসের নির্দিষ্ট সময়ে রুট থাকা সত্ত্বেও মালিকপক্ষকে না জানিয়ে নিজের স্বার্থে বাস ভাড়া দিয়েছেনl এই বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মন্ডল জানিয়েছেন, শাসক দল বিরোধীদলের ওপর অত্যাচার করছে। আমরা ভাড়া দিয়ে ওই দুটি বাস ঠিক করেছিলাম।