মুর্শিদাবাদে একই পরিবারের দুই সন্তানের জলে ডুবে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার বেগুন ডিহি গ্রামের একই পরিবারের দুই সন্তান-এর জলে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এল শোকের ছায়া। বেগুন ডিহি গ্রামের সুরুজ আলীর এক ছেলে এবং মেয়ে খেলতে খেলতে বাড়ির পিছনে জল ভর্তি ডোবায় পড়ে যাই । ঘটনাটি ঘটে রবিবার ।
আরও পড়ুন: মিলল না স্বস্তি, অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন খারিজ করল বম্বে হাইকোর্ট
জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পরিবার খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পিছনে ডোবায় লাশ ভাসতে দেখে। পুলিশ জানিয়েছে মৃত দুই শিশুর নাম আম্মার শেখ (৪), এবং আরিবা খাতুন ( ২) । দেহ দুটি প্রাথমিক তদন্তের জন্য প্রথমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সোমবার ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয় । রানিতলা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।