fbpx
দেশপশ্চিমবঙ্গহেডলাইন

শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহিদ মুর্শিদাবাদ জেলার দুই সিআরপিএফ জওয়ান 

কৌশিক অধিকারী, বহরমপুরঃ সামনেই খুশির ঈদ, আর তার আগেই গভীর শোকের ছায়া নেমে এল মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুরে ও জলঙ্গির সাহেব রামপুর গ্রাম। বুধবার সন্ধ্যায় শ্রীনগরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন মুর্শিদাবাদ জেলার দুই সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, জলঙ্গীর সাহেব রামপুর গ্রামের বাসিন্দা রানা মন্ডল (২৯) ও রেজিনগর গোপালপুরে বাসিন্দা জিয়াউর হক (৩৫)।

বুধবার সন্ধ্যায় কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সিআরপিএফ ৩৭ নম্বর ব্যাটেলিয়ান কর্মরত জিয়াউল হক ও রানা মন্ডল ইফতারের জন্য ফল কিনতে বেরিয়ে ছিলেন তখন দোকানে সামনে মটর বাইক করে এসে দুইজন সিআরপিএফ জওয়ান কে জঙ্গিরা গুলি করে, ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। তার মৃত্যুর খবর পরিবারে আসতেই ভেঙে পড়েছে তার দুই মেয়ে সহ পরিবারের লোকজন ও এলাকাবাসী।

তেরো বছর আগে সংসারে হাল ধরতে ভারতীয় সেনাবাহিনী সিআরপিএফ যোগদান করেছিলেন জিয়াউর হক, গত দুই দিন আগে ফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন পবিত্র ঈদে তারা বাড়ি আসতে চান কিন্তু লক ডাউন জেরে ট্রেন চলাচল না থাকার ফলে লক ডাউন উঠলেই বাড়ি ফিরে আসার কথা ছিল স্ত্রী ও সন্তানদের কাছে। যদিও লক ডাউনে আগে পরিবারের সদস্যদের কথা দিয়ে ছিলেন এইবছর ঈদ পালন করবেন পরিবারের সদস্যদের সাথে। কিন্তু বুধবার সন্ধ্যায় শ্রীনগরে জঙ্গিদের গুলিতে নিহত হন এই সিআরপিএফ জওয়ান জিয়াউল হক। বুধবার রাতে পরিবারের ফোন আসে এবং তারপরে পরিবারের লোক জানতে পারে যে কাশ্মীরে গুলিতে শহীদ হয়েছে জিয়াউল হক।

অন্যদিকে, জলঙ্গীর সাহেব রামপুর গ্রামের বাসিন্দা রানা মন্ডল (২৯) গত সাত বছর আগে সিআরপিএফ যোগদান করেন।বর্তমানে কাশ্মীরের শ্রীনগরে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ডিউটি অবস্থায় ইফতারির জিনিস কিনছিলেন সেই সময় জঙ্গিরা পিছন থেকে গুলি করেন আর ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ।গত চার বছর আগে বিয়ে হয়েছিল একটি ছমাসের মেয়েও আছে। পরিবারে বাবা মা ও তিন ভাই মিলে পরিবার। গ্রামের জওয়ান মৃত্যু খবর পৌঁছাতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সবরী রাজ কুমার জানান, শ্রীনগরে জঙ্গিদের গুলিতে মুর্শিদাবাদ জেলার দুইজন নিহত হয়েছেন সিআরপিএফ জওয়ান। মৃতদেহ ফিরে আসছে পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।

Related Articles

Back to top button
Close