fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কান্দিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত এক

কৌশিক অধিকারী, কান্দি: বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কল্যানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। আহত হলেন একজন। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সবাই কে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে একজনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আবসার সেখ (৫৭), বাড়ি বড়ঞা থানার পাঁচথুপি এলাকায় ও বিষ্ণু চন্দ্র (২৬), বাড়ি গোপিনাথপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, আবসাক সেখ পেশায় সব্জি বিক্রেতা ও বিষ্ণু চন্দ্র হোম ডেলিভারির কাজ করত। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ পৌঁছে দূর্ঘটনা কবলিত ব্যক্তিদের হাসপাতালে পাঠান, সেখানে বিষ্ণু চন্দ্রের কাছ থেকে তার মায়ের আধার ও ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাশবই পাওয়া গেছে। পরে দূর্ঘটনাগ্রস্থ বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। হাসপাতালে নিয়ে আসার পর খোঁজ লাগিয়ে উভয়ের পরিবারকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।

Related Articles

Back to top button
Close