পশ্চিমবঙ্গহেডলাইন
আসানসোলের বার্ণপুর ও অন্ডালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোলঃ দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুজনের। ঘটনা দুটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ও বিকালে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরে ও অন্ডালে। মৃতদের নাম হল হিরাপুর থানার বার্ণপুরের রামবাঁধের আদর্শ বিদ্যালয় এলাকার নীরজ সাউ (২৮) ও অন্ডালের ছাতাডাঙ্গার সমীর শেখ (৪৫)। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নীরজ সাউ সোমবার বিকালে বাড়ির পাশে একটা আমগাছে উঠে আম পারছিল। সেই আমগাছের পাশে ছিলো বিদ্যুতের হাই টেনশনের তার। নীরজ তা না দেখে, আম পাড়তে গিয়ে সে সেই তারের সংস্পর্শে আসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, সমীর শেখ পেশায় মোজায়েক মিস্ত্রি। সোমবার সমীর একটি বাড়িতে সেই কাজ করছিলো। আচমকাই সে কাজ করার সময় মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। তাকে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।