পশ্চিমবঙ্গহেডলাইন
দুটি গাড়ির সংঘর্ষে আহত দুই চালক

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: পথ দুর্ঘটনায় আহত দুটি গাড়ির চালক। বুধবার আলিপুরদুয়ার জেলার ১ নং ব্লকের আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের শীল তোর্সা সাহেবপোঁতা এলাকায় শীল তোর্সা ব্রিজ পাশে এই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবাহী পিকআপ ভ্যান ও প্যাসেঞ্জার সাফারির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: শিল্পাঞ্চলে জলসঙ্কট মেটাতে অভিনব উদ্যোগ ‘রাস্তার মাস্টার’ শিক্ষক দীপ নারায়ণ নায়কের
পুলিশ সূত্রে জানা যায় গাড়িতে ৪ জন ছিলেন। দুর্ঘটনার পর থেকে অপর দুজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলিপুরদুয়ার জেলার সোনাপুর ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঁচকলগুরি বাবুরহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় ২ টি গাড়িকে আটক করেছে পুলিশ।