পশ্চিমবঙ্গহেডলাইন
অবৈধভাবে পাচারের সময় দুটি ডাম্পার আটক

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: অবৈধভাবে বালি পাথর পাচারের সময় দুটি ডাম্পার আটক করল কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ কর্মীরা। জানা গেছে, দীর্ঘ দিন ধরেই বালি ও পাথর মাফিয়ারা কুমারগ্রামের বিভিন্ন নদী খাত থেকে বালি পাথর উত্তোলন করে পাচারের কাজে লিপ্ত। এর ফলে সরকারি কোষাগার বঞ্চিত হচ্ছে প্রাপ্য রাজস্ব থেকে।
বুধবার রাতে পাচারের সময় গাড়ি দুটিকে আটক করে পুলিশ। ধৃত গাড়ির চালকেরা গাড়িতে বোঝাই করা বালি পাথরের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ গাড়ি দুটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসে এবং চালকদের গ্রেফতার করে।