ভাতারে ধান কাটা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৩

দিব্যেন্দু রায়, ভাতার: ভাতারে ধান কাটা নিয়ে সংঘর্ষে জড়াল দুই পরিবারের লোকজন। সংঘর্ষে দু’পক্ষের ৩ জন আহত হয়েছেন। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পানোয়া গ্রামে। আহতদের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানোয়া গ্রামের বাসিন্দা খোন্দেকর জাকির হোসেনের সঙ্গে তাঁর সৎ কাকা খোন্দেকর আলি হোসেনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এদিন একপক্ষ ধান কাটতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তারপর দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খোন্দকার জাকির হোসেন বলেন,”আমরা বংশপরম্পরায় দীর্ঘ ৫০ বছর ধরে ওই জমিতে চাষ করে আসছি। প্রায় সাড়ে বাইশ বিঘা জমিতে এবারে আমরা চাষ করেছি। বছর খানেক আগে আমার সৎ কাকারা কিছু জমি নিজের বলে দাবি করতে শুরু করে। যদিও ওই জমি আমাদেরই দখলে আছে। এদিন ধানকাটার সময় হঠাৎ খোন্দেকর সৈয়দ হোসেন ও খোন্দেকর আসরফ হোসেন সহ কাকার বাড়ির বেশ কিছু লোকজন গিয়ে আমাদের বাধা দেয়। তারপর লাঠিসোটা নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমার শালা বাবু ফৌজদারকে বেদম মারধর করে।”
অন্যদিকে খোন্দেকর আলি হোসেন বলেন,”ওই জমিতে আমাদেরও অংশ আছে৷ কিন্তু ওরা আমাদের ভোগদখল করতে দিচ্ছে না। তাই বছর খানেক আগে আমরা এনিয়ে আদালতে মামলা করেছিলাম৷ ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তা সত্বেও ওরা ধান কাটতে গিয়েছিল। তাই আমরা বাধা দিয়েছি।তবে কাউকে মারধর করিনি।”
জানা গেছে, এদিন দুই পরিবারের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে পানোয়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় গ্রামবাসীরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। শেষে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ দু’পক্ষই জানিয়েছে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন। যদিও পুলিশ জানিয়েছে, এদিন বিকেল পর্যন্ত দুই পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।