পশ্চিমবঙ্গহেডলাইন
শিলিগুড়ি পুরনিগমের দু’জন প্রাক্তন কাউন্সিলরের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: ফের দলবদল শিলিগুড়িতে। কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শিলিগুড়ি পুরনিগমের দুজন প্রাক্তন কাউন্সিলর। ‘আমার পরিবার বিজেপির পরিবার’ এই কর্মসূচিতে শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনি ভবনে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রাক্তন কাউন্সিলরের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রবীণ আগরওয়াল। এই দুই প্রাক্তন কাউন্সিলের নাম শিখা রায় ও রুমা নাথ।
শিখা রায় শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও রুমা নাথ শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এদিমন তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় বিজেপির অনেকটা শক্তি বৃদ্ধি হল বলে মনে করছে বিজেপি মহল।