খবর সংগ্রহ করতে গিয়ে উন্মক্ত জনতার হাতে প্রহৃত দুই সাংবাদিক

জেলা প্রতিনিধি, ভাঙড়: আবারও সাংবাদিক নিগ্রহ। ঘটনাস্থল সেই ভাঙড়। এক রাজনৈতিক দলের সভায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু হিংস্র, উন্মক্ত জনতার হাতে বেধড়ক মার খেলেন ভাঙড়ের দুই তরুণ সাংবাদিক। এক জন আপনজন এবং বেঙ্গল নিউজ-এর সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে অপরজন ডিএন বাংলার সাংবাদিক আব্দুর রহমান কাজি। প্রহৃত দুই সাংবাদিককে ভাঙড় থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখে। তাদের চিকিৎসা তো দূরের কথা ঘটনায় ভাঙড় থানা ‘অতি সক্রিয়তা’ দেখিয়ে কোনও অভিযোগ ছাড়াই শুধুমাত্র ক্ষমা স্বীকারের মধ্য দিয়ে দুই সাংবাদিককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভাঙড়ের দুই তরুণ সাংবাদিকের সমর্থনে কোনও প্রকার সাহায্য করতে হাত বাড়ায়নি কোনও রাজনৈতিক দল। তবুও আমরা হতাশ নই, বরং উৎসাহিত। আমাদের উপরে যতই আক্রমণ হবে ততই শানিত হবে আমাদের কলম, ততই ঝলসে উঠবে আমাদের ক্যা মেরার ফ্ল্যা্শ। যেখানেই অন্যাতয় হবে, অবিচার হবে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কেউ সংবাদিকদের কন্ঠরোধ করতে পারবে না।