ফের কোভিডে মৃত্যু ২ কলকাতা পুলিশকর্মীর

অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: বহুদিন ধরে কলকাতা পুলিশের করোনা সংক্রমণে কোনও মৃত্যু না হলেও দ্বিতীয়াতেই একসঙ্গে দু’জন পুলিশকর্মীর মৃত্যুর খবর সামন্ এল। সূত্রের খবর, রবিবার সকালে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাহিনীর সশস্ত্র শাখার পঞ্চম ব্যাটালিয়নের আধিকারিক সিদ্ধান্তশেখর দে-র এবং গোয়েন্দা বিভাগের অন্য এক আধিকারিক হোমবাহাদুর থাপার। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ১৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, সিদ্ধান্তশেখরবাবুর সম্প্রতি কোভিড পজিটিভ রিপোর্ট আসে। বেশ কিছু দিন ধরেই তিনি বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, হোমবাহাদুর জুলাই মাস থেকে কোভিডে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল। কিন্তু ফুসফুসে অন্য সংক্রমণ থাকায় তাঁকে বাড়িতে অক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। শুক্রবার ফের তাঁর পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়।