আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্রের দুই পান্ডা গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পর তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সল্টলেক সেক্টর ফাইভে তল্লাশি অভিযান চালিয়ে মোহিত সিং বেহালার বাসিন্দা এবং মোহাম্মদ সাদ্দাম করেয়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
[আরও পড়ুন- সুরক্ষার দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ]
এদের কাছ থেকে একটি কম্পিউটার সার্ভার, একটি ল্যাপটপ ও একটি সুইচার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। যার মাধ্যমে আন্তর্জাতিক কল করা হত। এদের কাছ থেকে চারটি মোবাইল বিভিন্ন ব্যাঙ্কের কাগজপত্র, ডেবিট কার্ড, আইডি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।