গুরুত্বপূর্ণদেশহেডলাইন
কংগ্রেস শাসিত রাজস্থানে দুই নাবালিকা বোনকে টানা তিনদিন ধর্ষণ!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস শাসিত রাজস্থানে দুই নাবালিকা বোনকে তিনদিন ধরে চলল ধর্ষণ। অভিযুক্তদের গ্রেফতার না করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। রাজস্থানের বারানের বাসিন্দা ওই দুই বোনকে কোটা, জয়পুর আর আজমেরে নিয়ে গিয়ে অভিযুক্তরা তিনদিন ধরে গণধর্ষণ করে। শুধু তাই নয়, নাবালিকাদের মুখ খুললে প্রাণে মারারও হুমকি দেয় ধর্ষকেরা। অভিযোগ, প্রথমে ওই দুই নাবালিকা বোনকে অপহরণ করা হয়। এরপর তাঁদের গণধর্ষণ করা হয়।
অভিযোগ এরপর নাবালিকাদের বাবা পুলিশকে এই বিষয়টি জানান। অভিযোগ পুলিশ প্রথমে নাবালিকার বাবার কথা সেইভাবে গুরুত্ব দেননি। এরপর পুলিশ পাল্টা অভিযোগ করে বলে যে, দুই নাবালিকা নিজের ১৬৪ বয়ানে স্পষ্ট করে বলেছে যে, তাঁদের ধর্ষণ করা হয়নি। পুলিশ জানিয়েছে যে, দুই নাবালিকার মেডিকেল পরীক্ষা করানোর পর ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।