fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গুলিভর্তি বন্দুকসহ গ্রেফতার দুই দুষ্কৃতী

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: গুলিভর্তি বন্দুকসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর, শংকরপুর গ্রাম পঞ্চায়েত ব্রাহ্মণ চাপ এলাকার ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে, ওই এলাকায় ডাকাতি করার ছক কষছিল বলে জানায় পুলিশ, ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সোনা পুকুর, শংকরপুর গ্রাম পঞ্চায়েতের গোড়াই নগর গ্রামের বাসিন্দা বছর ২৩ এর মতিন মোল্লা ওরফে বিট্টু দক্ষিণ ২৪ পরগনা কাশিপুর এলাকার চিনেপুকুর গ্রামের বাসিন্দা, ২৪ বছরের ইমতিয়াজ মোল্লা এদের দুজনকে সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েত ব্রাহ্মণ চাপ এলাকা থেকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।

আরও পড়ুন:সংগীতের রসরাজ যশরাজ স্মরণে

সূত্রে খবর, গতকাল রাতে এই দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা তাদের সন্দেহ হওয়ায় হাড়োয়া থানা পুলিশকে খবর দেয় হাড়োয়া থানা পুলিশ এসে এদেরকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে বড়সড় কোনও চক্র কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখছে। কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

Related Articles

Back to top button
Close