রানিগঞ্জ ও বার্ণপুরে আগুনে পুড়ে এক কিশোরী সহ দুজনের মৃত্যু
শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোলঃ দুটি পৃথক ঘটনায় বাড়িতে উনুনে রান্না করার সময় আগুনে পুড়ে মৃত্যু হলো এক বালিকা সহ দুজনের। ঘটনা দুটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার যাদবপাড়া ও হিরাপুর থানার বার্ণপুরের রহমতনগরে। মৃতরা হলেন সোনালি সিং(১৩) ও কাঞ্চন দেবী (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মে সোনালি সিং বাড়িতে উনুনে রান্না করছিলো। আচমকাই উনুনের আগুন তার গায়ে লেগে যায়। বাড়ির লোকেরা দৌড়ে এসে, আগুন নিভিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, গত ১০ মে কাঞ্চন দেবী শ্বশুরবাড়িতে উনুনে রান্না করছিল। আচমকাই তার গায়ের কাপড়ে আগুন লেগে যায়। বাড়ির লোকেরা তার চিৎকার শুনে দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন।
এদিন সকালে বধূর মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারেল ডেথের (ইউডি) মামলা করা হয়েছে।