fbpx
হেডলাইন

আসানসোল ও জামুড়িয়ায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় দুজনের মৃত্যু

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোল ও জামুড়িয়া দুটি পৃথক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। সোমবার রাতে ঘটনা দুটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা মোড় ও জামুড়িয়া থানার কেন্দা মোড়ের কাছে ২ নং ওয়ার্ড জাতীয় সড়কে। মৃতদের কোন পরিচয় পাওয়া যায় নি। অঙ্গাত পরিচয় মৃত দুজনের বয়স আনুমানিক ৩৫ ও ৪৫ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আসানসোলের কাল্লা মোড় ও জামুড়িয়ার কেন্দা মোড়ের কাছে অঙ্গাত পরিচয় ঐ দুই ব্যক্তি রাস্তা পার করছিলেন। সেই সময় কোন গাড়ি দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুজনকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। পুলিশ মৃত দুজনের পরিচয় জানার চেষ্টা করছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button
Close