fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পুরুলিয়ার রঘুনাথপুরে ভুয়ো সংস্থা খুলে টাকার বিনিময় কাজ দেওয়ার অভিযোগ, ধৃত ২

সাথী প্রামানিক, পুরুলিয়া: ভুয়ো সংস্থা খুলে টাকার বিনিময়ে নিয়োগ করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতদের নাম রাতুল সরকার ও স্বপন ধীবর। রাতুলের বাড়ি পুরুলিয়ার বড়রা গ্রামে। ধৃত স্বপ্নের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সোদপুর এলাকায়। রঘুনাথপুর শহরের একটি লজের দোতালায় ভাড়া নিয়ে চলতি মাসের ১৪ তারিখে ওই সংস্থা খোলেন কয়েকজন।

আরও পড়ুন:এবার খুন বিজেপি যুবনেতা! চাঞ্চল্য নদিয়ায়, কাঠগড়ায় তৃণমূল

‘হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া’ নামে ওই সংস্থাটিতে কাজে নিয়োগের জন্য মোটা টাকার ঘুষ নেওয়া হয় বেশ কয়েকজনের থেকে। এদের মধ্যে প্রতারিত সাঁওতালডি থানার এক যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রঘুনাথপুর থানার পুলিশ। তদন্তে ওই সংস্থাটি পুরোপুরি ভুয়ো বলে জানা যায়।

আরও পড়ুন:দুষ্কৃতী তান্ডবে আতঙ্কিত শিলিগুড়ি, উদ্বেগ প্রকাশ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জির

পুলিশ জানতে পারে অভিযুক্ত দুজন ছাড়াও প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জনৈক অভিষেক রায় রয়েছেন। এছাড়াও ওই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন। এদের সবারই খোঁজে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশের অনুমান এই চক্রের পিছনে মূল পান্ডা আড়ালে রয়েছে। ধৃত দুই জনকে শুক্রবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Related Articles

Back to top button
Close