দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৫ যাত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জন যাত্রীর। শনিবার পশ্চিম ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সঙ্গে অন্য এক বিমানের ধাক্কা লাগে। মুহূর্তে মধ্যই আগুনে ঝলসে ওঠে বিমানদুটি। ঘটনার শিকার হন ওই পাঁচজন যাত্রী। জানা দুটি বিমানে বেশি সংখ্যক যাত্রী ছিলেন না। দুটি বিমানে মোট পাঁচজন যাত্রী ছিলেন। পাঁচজনই মারা যান।
আরও পড়ুন:উত্তর কোরিয়ায় কেউ করোনায় আক্রান্ত হয়নি, দাবি কিম জং উনের
দমকলের ৫০ জন কর্মীর তত্পরতায় অভিশপ্ত দুই বিমানের আগুন নেভানো হয়। কিন্তু, পাঁচ বিমানযাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে ছিলেন মাত্র দু-জন ছিলেন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিন জন। এটি একটি পর্যটক বিমান। নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি আধিকারিক জানান, বিকেল সাড়ে ৪টে নাগাদ লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমানদু’টি।