ডাম্পারের ধাক্কায় পাঁশকুড়া থানার দুই পুলিশ কর্মী আহত

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: শুক্রবার সাতসকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় কর্মরত অবস্থায় দুই পুলিশ কর্মী আহত হল পথদুর্ঘটনা। দুই পুলিশকর্মীর নাম সত্যজিৎ পানি ও পল্টু খাড়া। আহতদের পীতপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিত্য দিনের মতো ছ নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল। পিছন থেকে একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা জিপে ধাক্কা মারলে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়। কর্মরত পুলিশ কর্মীরাই পীতপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান।
জানা গেছে, ওই দুই পুলিশকর্মীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র জানান ওই ডাম্পারটিকে আটক করা হয়েছে। মেছোগ্রাম ও ঘাটাল রুটটি নিয়ে এলাকার সাধারণ মানুষের চরম ভোগান্তির শেষ থাকছে না। সেই সঙ্গে যানবাহন চলাচল করার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চালকদের। সদ্য নিম্নচাপের ফলে রাস্তার চেহারা হয়েছে ভগ্নদশা। পূর্ত দপ্তর কোনওরকমে ইট দিয়ে মেরামতের চেষ্টা করলেও রাস্তার চেহারাটি এমনই ভগ্নদশায় পরিণত হয়েছে বড় বড় গাড়ি মেছোগ্রাম থেকে কেশাপাট এর মধ্যে কোনো না কোনো স্থানে বসে যাচ্ছে। ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকছে না।
আরও পড়ুন: ‘অস্তিত্ব সংকটে ধুঁকছে তৃণমূল দলটি’: মহাদেব সরকার
শাখা রোড় দেউলিয়া খন্যাডিহি দিয়ে ছোট গাড়ি গুলি পাস হলেও সারিবদ্ধ ভাবে অন্যান্য গাড়ি গুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ওই রাস্তার মধ্যে। এলাকার সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে মেছোগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত রাস্তার বেহাল দশা একেবারে খারাপ,অবিলম্বে পূর্ত দপ্তর বিষয়টি হস্তক্ষেপ না করলে এলাকা মানুষজন আন্দোলনের পথে শামিল হবে বলে জান যায়।