পশ্চিমবঙ্গহেডলাইন
৯ লক্ষ বাংলাদেশী টাকা সহ দুই পাচারকারী গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে ৯ লক্ষ বাংলাদেশী টাকা সহ দুই পাচারকারী গ্রেফতার। বসিরহাট ইটিন্ডার দুই যুবক সোমবার বিকেল বেলায় ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাপথে ওদেশে ঢোকার চেষ্টা করে। নজরে পড়ে যায় বিএসএফ এর ১৫৩ নম্বর ব্যাটেলিয়ান জওয়ানদের, তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া বাংলাদেশি টাকার কোন উপযুক্ত নথিপত্র প্রমাণ দেখাতে পারেনি। যার কারণে বিএসএফ দুই যুবককে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশী ৯ লক্ষ টাকা।
সূত্রের খবর, এই বিপুল পরিমাণ অর্থ এদেশ কিভাবে এল, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। ধৃত দুই যুবক সদানন্দ মন্ডল ও সফিকুল মণ্ডলকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।