পশ্চিমবঙ্গহেডলাইন
ধান চুরি করে পালাতে গিয়ে গাড়ি সহ ধৃত ২ চোর, পলাতক আরও ২

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: ফিল্মি কায়দায় ধানের গাড়ি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও গাড়ি সহ দুই চোর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়ার ঘটনা। মঙ্গলবার রাতে একশো কুড়ি বস্তা ধান ভর্তি একটি গাড়ি রাস্তার ধারে লোড করা অবস্থায় ছিল। ড্রাইভার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঠিক সেইসময় ৪ জন চোর একটি গাড়ি নিয়ে এসে লোড করা ধান নিয়ে পালানোর চেষ্টা করছিল।
সেইসময় গ্রামবাসীদের নজরে পড়ে যায়। তারা পেছন ধাওয়া করে গাড়ি সহ দুজনকে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে ওই দুইজনকে গ্রেফতার করে। গ্রামবাসীদের আশঙ্কা এর পেছনে বড়োসড়ো কোনও চক্র জড়িত রয়েছে।