fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নির্মীয়মান ট্যাঙ্কিতে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু দুই যুবকের

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: নির্মীয়মান একটি সেফটি ট্যাঙ্কে পড়ে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হল ২ যুবকের। তাদের নাম  অমিত রায় ও দীপক বর্মন। শিলিগুড়ির  তিনবাত্তি লাগোয়া এশিয়ান হাইওয়ে ২ এর  পাশে অনুকূল রোডে একটি নির্মীয়মান বিল্ডিংয়ের নতুন তৈরী সেফটি ট্যাঙ্কে  পড়ে গিয়ে এই দুর্ঘটনা হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে এদের মৃত বলে ঘোষনা করা হয়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন- মালদায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আজ]

নির্মীয়মান বিল্ডিং-এর মালিক জয়ন্ত সাহা জানান, মঙ্গলবার সকালে  দীপক রায় সেফটি ট্যাঙ্কের সিল খুলছিল। অমিত বর্মণ কাজ দেখছিল। আচমকা অসাবধান বশত দীপক সেফটি ট্যাঙ্কের ভেতরে পড়ে যায়। সেফটি ট্যাঙ্কের সব মুখই বন্ধ ছিল। শুধুমাত্র একটি মুখ খোলা ছিল। ট্যাঙ্কটি মাত্র ২৫ দিন আগেই ঢালাই হয়। অমিত দেখতে পেয়ে তাঁকে বাঁচাতে যায়। দমকল কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এনজেপি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related Articles

Back to top button
Close