আসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় আক্রান্ত এক পৌঢ় সহ দুই, আটক এক যুবক

মিলন পণ্ডা, কাঁথি: থানার ঢিল ছোড়া দূরত্বে চলছে অসামাজিক কার্যকলাপ।অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন পৌঢ় ও তার ছেলে। রক্তাক্ত জখম দুজন হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার ক্যালেনপাড় আঠিলাগড়ি এলাকায়। ঘটনার পর সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁথি শহর জুড়ে। ঘটনার এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ক্যালেনপাড় আঠিলাগড়ি এলাকায় একটি মোটর বাইকের মেরামতের দোকান রয়েছে। রাতের অন্ধকারে ওই দোকানের আড়ালে চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। শুধু তাই নয় সন্ধ্যা হলেই এই দোকানে বসে মদের আসর। তারপরেই মদ্যপ যুবকের বাইক রেসিং। আরও অভিযোগ, এলাকার স্থানীয় মহিলা ও পথচলতি মহিলাদের চলে অশালীন ইঙ্গিত। অসামাজিক কাজকর্ম চলে ওই দোকানের ভেতরে।এনিয়ে একাধিকবার দোকানদারকে জানালেও মেলেনি কোন সমাধান।
জানাগেছে, বুধবার সন্ধ্যা নাগাদ বাইক চালক দ্রুত যাওয়ার এলাকায় বাসিন্দা বাপি মাইতিকে ধাক্কায় মারার উপক্রম হয়। তখনই ওই পৌঢ় দ্রুত বাইক চালানো প্রতিবাদ করেন। সেই সময় ওই যুবকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পৌঢ়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন, দুজনকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু তাতেই থেমে থাকেনি ওই যুবক। বৃহস্পতিবার সকালে ওই যুবক দলবল নিয়ে ওই পৌঢ় বাড়িতে হাজির হয়। তারপরে ওই পৌঢ় সহ তার পরিবারের সদস্যের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পৌঢ় বাপি মাইতিকে ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করে ওই দুষ্কৃতিকারী যুবকের দল বলে অভিযোগ। প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর চালায় ওই দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই প্রতিবাদী পৌঢ়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে সেখান থেকে পালায় দুস্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় পৌঢ় ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।
ঘটনার এলাকার কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দারা ওই বাইক মোরামতী দোকানে হাজির হয়। ঘটনায় বেগতিক বুঝে এলাকা থেকে চম্পট দেয় বাইক মেরামতি দোকানের মালিক সহ কর্মচারীরা। অভিযুক্তদের গ্রেফতারে দাবিতে সরব এলাকার বাসিন্দারা। লকডাউনে মাঝে কাঁথি শহরে নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। পাশাপাশি এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা চন্দন বারিক বলেন, বাইক মেরামতি আড়ালে হিরোইন ব্যবসা থেকে শুরু করে মদ ও গাঁজার ব্যবসা করেন। পথচলতি মহিলাদের অশ্লীল ইঙ্গিত করেন। বুধবার রাত্রি নটা নাগাদ এক বাসিন্দা ধাক্কা মারার উপক্রম হয়। দ্রুত গতিতে বাইক চালানোর প্রতিবাদ করেন পৌঢ়।বৃহস্পতিবার সকালে বাইরে থেকে বেশ কয়েকজন যুবককে নিয়ে বাপি মাইতি উপর হামলা চালায়।
এলাকার তৃণমূল নেতা মহেশ সুর বলেন, এলাকায় একটি বাইক মেরামতের দোকান রয়েছে। দোকানের কর্মচারী থেকে বেশ কিছু যুবক খুব দ্রুত গতিতে বাইক চালান। জনবসতি থাকায় দ্রুত গতিতে বাইক চালানো বিরুদ্ধে প্রতিবাদ জানায় এলাকায় এক বাসিন্দা।বৃহস্পতিবার সকালে বেশ কিছুজন যুবক নিয়ে এসে পৌঢ় উপর হামলা চালায়।এই ঘটনায় দুজন রক্তাক্ত অবস্থায় যখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছি।
কাঁথি থানা পুলিশ আধিকারিক বলেন, এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। উত্তেজনা তৈরি হওয়ার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই যুবকের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।