fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভরদুপুরে পুকুরের জলে ঝাঁপ, মহিলাকে বাঁচালো দুই যুবক

 শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আশপাশের এলাকার মানুষদের চোখ এড়িয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মধ্য বয়স্কের এক মহিলা। কিন্তু সেই শব্দ দূরে থাকা দুই যুবক শুনতে পেয়ে যাওয়ায় বেঁচে যান ঐ মহিলা। দুই যুবক সঙ্গে সঙ্গে পুুকুরের জলে ঝাঁপিয়ে মহিলাকে উদ্ধার করে পাড়ে তোলে। বৃহস্পতিবার ভরদুপুরে এমনই ঘটনাটি ঘটেছে আসানসোলের এসবি গরাই রোডের আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রামসায়ের পুকুরে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  ঐ মহিলা আসানসোল দক্ষিণ থানার আসানসোল গ্রামের নামো পাড়া পিপুলতলা এলাকার বাসিন্দা বল জানা গেছে। বাপি ও মিন্টু রায় নামে যে দুই যুবক ঐ মহিলাকে প্রাণে বাঁচায় তারা আসানসোল গ্রামের বাসিন্দা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরে খবর পেয়ে সেখানে আসে। পুলিশ মহিলাটিকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে।

 

জানা গেছে, এদিন দুপুরে রামসায়ের পুকুর সংলগ্ন রামসায়ের ময়দানে কয়েকজন যুবক ফুটবল খেলছিলো। হঠাৎ করে তারা পুকুরের জলে কিছু পড়ার শব্দ শুনতে পায়। যে শব্দটা পুকুরের উল্টো পাড়ে জঙ্গলের দিক থেকে আসে। তারা দেখে জলে চুল ভাসছে। তারা বুঝতে পারে কোন একটা মহিলা জলে পড়ে গেছে। সময় নষ্ট না করে বাপি ও মিন্টু  সঙ্গে সঙ্গে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে। মিনিট কয়েকের মধ্যে তারা জল থেকে মহিলাটিকে উদ্ধার করে নিয়ে এসে পুকুর পাড়ে বসায়। ততক্ষণে খবর পেয়ে সেখানে অনেকে চলে আসেন। দুই যুবকের সাহসিকতা ও তৎপরতায় প্রাণ বেঁচে যান ঐ মহিলা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেখানে আসে। পুলিশ মহিলার সঙ্গে কথা বলে তাকে বাড়ি পাঠায়।

 

এই ঘটনা প্রসঙ্গে আসানসোল গ্রামের বাসিন্দা সব পেয়েছি আসরের মাধব রায় বলেন, পুকুরের অন্য পাড়ে  জঙ্গলের দিক থেকে ঐ মহিলাটি ঝাঁপিয়ে পড়েছিলেন ঐ মহিলা। মাঠে বসে থাকা যুবক বাপি ও মিন্টু তা দেখে সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপিয়ে তার প্রাণ বাঁচায়। তারা অবশ্যই মহৎ কাজের প্রমাণ দিয়েছে। উদ্ধারকারী দুই যুবক বলে, আমরা শব্দ পেয়ে তাকিয়ে দেখি পুকুরের জলে চুল ভাসছে। প্রথমে ভাবি কেউ স্নান করছে। পরে বুঝতে পারি অন্য ব্যাপার। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরে জানায়, আসানসোল গ্রামের নামো পাড়া পিপুলতলার বাসিন্দা ঐ মহিলা। বাড়িতে তার পরিবারের সদস্যরা আছে। মনে হয়, কোন কারণে মানসিক অবসাদে তিনি পুকুরের জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গেছিলেন।

 

Related Articles

Back to top button
Close