টাইফুন ‘ভ্যামকো’র তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন, মৃত এক, নিখোঁজ বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত ফিলিপাইন। এদিকে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে কিছু লোক ছাদে আটকে পড়েছেন এবং দেশটির অন্য অঞ্চলে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
টাইফুন ‘ভ্যামকো’ ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে ধেয়ে এসে গতরাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও তার আশেপাশের অঞ্চল ডুবে গিয়েছে। ম্যানিলার কাছের রাইজাল প্রদেশের অবসরপ্রাপ্ত দুর্যোগ কর্মকর্তা রাউল সান্তোষ বলেন, অনেক এলাকা ডুবে গেছে। লোকজন সাহায্যের আর্তি জানাচ্ছে।
Another angle taken this morning. SM Marikina #UlyssesPH (credit to owner) pic.twitter.com/chyX5F9vFh
— Karen Davila (@iamkarendavila) November 12, 2020
আরও পড়ুন: বাংলার পর এবার অসম, আগামী ৩০ নভেম্বর অবধি আতসবাজি পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
এদিকে ক্যামারিন নর্তে প্রদেশে অন্তত একজনের প্রাণহানি এবং আরো তিনজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়। এছাড়া আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় প্রাণ সংহারি উঁচু উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। এর ফলে ম্যানিলাসহ অনেক নিচু এলাকা তলিয়ে যেতে পারে। ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কিছু লোকের প্রাণহানি ও হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে।