আন্তর্জাতিকহেডলাইন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভেনিজুয়েলার পথে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ১১ তম দিনে পড়ল। আর এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভেনিজুয়েলা যাচ্ছেন। চলতি সপ্তাহের শেষের দিকে তাঁরা দেশটিতে সফর করার কথা।
নিকোলাস মাদুরোর প্রশাসনের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক দৃঢ় করার বিষয়টি এই সফরের তাৎপর্য পেতে পারে। গত কয়েক বছরের মধ্যে এবারের ভেনিজুয়েলা সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভেনিজুয়েলায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল ওয়াশিংটন। পরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।
২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়লে তেল রপ্তানিকারক দেশ ভেনিজুয়েলা অর্থনৈতিক সহায়তা লাভের আশায় রাশিয়ার দ্বারস্থ হয়। এবার যুক্তরাষ্ট্র দেশটিকে মস্কোমুখী অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছ।