
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের গদিতে বসেছেন একনাথ শিন্ডে। এমনকী আস্থা ভোটেও জয়ী হয়েছেন তিনি। এবার অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
উদ্ধব বলেন, ‘আমি ওদের চ্যালেঞ্জ জানাচ্ছি, আজই বিধানসভার নির্বাচনের আয়োজন করুন। আমরা যদি ভুল করে থাকি তাহলে মানুষ আমাদের বাড়ি পাঠিয়ে দেবে।
মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডের শপথের পরই প্রায় প্রতিদিনই শিবসেনার উদ্ধব শিবিরে ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। এমন জল্পনা-কল্পনার মধ্যেই উদ্ধব বলেন, ‘শিবসেনার প্রতীক আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তির-ধনুকই আমাদের দলের নির্বাচনী চিহ্ন থাকবে। ’