মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ উদ্ধব ঠাকরের, আজ আস্থা ভোট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দীর্ঘ রাজনৈতিক জল্পনার অবসান করে রাজ্য রাজনীতিতে নয়া মোড়। বুধবার রাতে পদত্যাগ করলেন উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এনসিপির অনিল দেশমুখ ও নবাব মালিক বৃহস্পতিবারের আস্থা ভোটে ভোট দিতে পারবেন। পাশাপাশি, শিবসেনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সরাসরি জানিয়ে দেয়, বৃহস্পতিবারই হবে আস্থা ভোট। তার পরেই রাত সাড়ে নটা নাগাদ উদ্ধব ঠাকরে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন।
এদিন সুপ্রিম কোর্ট রায় দেয়, ৩০ জুন বৃহস্পতিবারই বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে। বেলা ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে। আস্থাভোট শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। এর পরেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।
একনাথ শিন্ডের উদ্দেশে আবেগতাড়িত হয়ে উদ্ধব বলেন, “কার ওপর রাগ আপনাদের। কোনও সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল? উদ্ধব ঠাকরে আরও বলেন, আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।বিদ্রোহী বিধায়কদের তিনি বলেন, যাঁদের শিবসেনা রাজকীয় জন্ম দিয়েছে, যাঁদের শিব সৈনিকরা বড় করেছে। তাঁদের ছেলেকেই এখন মাটিতে ফেলার চেষ্টা করছে। এই পাপ আমার, আমাকেই সহ্য করতে হবে।
সংখ্যাতত্ত্ব এই মুহূর্তে বলছে বিদ্রোহী বিধায়কদের সঙ্গ পেলে অনায়াসেই মহারাষ্ট্রের পরবর্তী সরকার গঠন করে ফেলতে পারবে বিজেপি। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।