আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: একবার করোনা যুদ্ধে জিতে ফিরেছেন। তবে আবার একবার সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর তারপরই জোরদার জল্পনা, তবে কি ফের করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিনি?
জানা গিয়েছে, সম্প্রতি কোভিড পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপর সেলফ আইসোলেশনে চলে যান তিনি। এমনটাই জানানো হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো চলছেন তিনি। সূত্রের খবর, ১০, ডাউনিং স্ট্রিট থেকেই সমস্ত সরকারি কাজকর্ম সারবেন বরিস জনসন। ব্রিটেনের নিয়মানুযায়ী অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।