ইউক্রেন আবার ঘুরে দাঁড়াবে, আর রাশিয়াই সেই অর্থের যোগান দেবেঃ কড়া হুঁশিয়ারি জেলেনস্কির

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইউক্রেন থেকে পালিয়ে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে অন্তত ১০ লাখ মানুষ। রাশিয়ার হামলায় প্রাণ বাঁচাতে মাত্র সাত দিনেই বিপুলসংখ্যক ইউক্রেনীয় দেশ ছেড়েছে এমনটাই বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এদিকে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাশিয়ার আগ্রাসন। মাত্র এক সপ্তাহে এত সংখ্যক মানুষ শরণার্থী হিসেবে পালিয়ে যাওয়ার বিষয়টি বেশ উদ্বেগজনক।
রাশিয়ার অব্যাহত আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশবাসীর কাছে তিনি অঙ্গীকার করছেন, রুশ আগ্রাসনে ইউক্রেন আবার গড়ে উঠবে আর অর্থের যোগান দেবে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্সি প্রেস সার্ভিস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, ‘আমরা প্রতিটি বাড়ি, রাস্তা ও শহর পুনর্নির্মাণ করব এবং রাশিয়াকে বলব, ক্ষতিপূরণ ও দায়-দায়িত্বের কথা জেনে রাখুন। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, প্রত্যেক ইউক্রেনীয়র বিরুদ্ধে যা করছেন তার জন্য আপনি ক্ষতিপূরণ দেবেন।
খবরে বলা হয়, টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দেশের জনগণের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহের মাথায় শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ’