রুশ হামলায় ইউক্রেনীয় অভিনেত্রীর মৃত্যু

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের ঘোষণায় যে সামরিক অভিযান শুরু হয়েছিল তার বিরাম নেই। এর মধ্যেই বহু সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েকলক্ষ শরণার্থী অন্যত্র চলে গিয়েছে। চারদিকে শুধুই শ্মশানের স্তব্ধতা। এই অবস্থায় ইউক্রেনের একটি বহুতল আবাসনে বৃহস্পতিবার রকেট হামলা চালায় রুশ সেনা। সেই হামলায় প্রাণ হারিয়েছেন এক ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা শোভেতস। থিয়েটারের জনপ্রিয় শিল্পী ছিলেন ওকসানা। তাঁর দলের তরফেই ওকসানার মৃত্যুর খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কিভের বহুতল আবাসনে রকেট হামলা চালানোর সময় একজন অসাধারণ শিল্পী ওকসানা শোভেতসের মৃত্যু হয়েছে।’
৬৭ বছরের অভিনেত্রী ইউক্রেনের সর্বোচ্চ শিল্প সম্মানে ভূষিত হয়েছিলেন। সেটিকে বলা হয়, ‘হনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’।
অন্যদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার আলোচক ভ্লাদিমির মেদিনস্কি শুক্রবার বলেছেন, মস্কো এবং কিয়েভ ইউক্রেনের অসামরিকীকরণ ইস্যুতে একমত হওয়ার ক্ষেত্রে ‘অর্ধেক পথ’ পার হয়েছে। আর ইউক্রেনের নিরপেক্ষতা এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি সবচেয়ে কাছাকাছি।