রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামালো ইউক্রেন সেনা!

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দশ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে আচমকাই সামরিক অভিযানের ঘোষণা করেন রাশিয়া ভ্লাদিমির পুতিন। তার পরেই আগ্রাসী মূর্তিতে হামলা চালিয়ে যাচ্ছে পুতিন। আর তাকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করে চলেছে জেলেনস্কি।
শনিবার দশম দিনে পড়ল রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ক্রমশই কিভের দিকে এগিয়ে আসছে রুশ বাহিনী৷ রাশিয়াকে ঠেকিয়ে রাখতে সবরকম পন্থা অবলম্বন করছে ইউক্রেনের সেনাও৷ শনিবার চেরনিহিভ শহরের বাইরে একটি রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামায় ইউক্রেন সেনা
প্রাণ বাঁচাতে যুদ্ধ বিমান থেকে প্যারাশ্যুটে নেমে আসা যুদ্ধবিমানের রুশ চালককেও বন্দি করেছে ইউক্রেন৷ জানা গিয়েছে, তাঁর নাম ক্রাসনোইয়ার্তসেভ৷ ঘটনার ভিডিও ট্যুইট করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক৷ এ দিন ইউক্রেনের যে এলাকাগুলিতে রাশিয়া হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম চেরনিহিভ৷ রুশ হামলার পর শহরের ধ্বংসস্তূপ থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে৷ তবে চেরনিহিভের ঠিক কোন এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে, তা ইউক্রেনের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি৷ তবে রুশ যুদ্ধ বিমান থেকে দু’টি স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন চেরনিহিভ শহরের গভর্নর৷ রুশ যুদ্ধ বিমান গুলি করে নামানো নয়, এ দিন কিভে রাশিয়ার একটি হেলিকপ্টারকেও ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে৷ রুশ বাহিনী যাতে কিভের দিকে এগোতে না পারে, তার জন্য ইরপিনে একটি সেতুও বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে ইউক্রেন৷
ইউক্রেনে সংঘর্ষ এই নিয়ে টানা দশম দিনে পদার্পণ করল। এর মধ্যে কেবল পশ্চিমা দুনিয়াই পুতিনের বিরোধিতা করছে না। খোদ রাশিয়াতেই শুরু হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এই আভ্যন্তরীণ আন্দোলন নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। এদিকে যুদ্ধের জেরে ইউক্রেনের প্রায় ২ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়া রাশিয়ার ৫,৪৮০ জন সেনা খতম হয়ে গিয়েছে।