fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

স্বপ্নপূরণ আবাসিকদের নতুন ভাবনায় উমা আসছে ঘরে

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: মা আসছে, কাশফুলের মেলা। শিউলির সুবাশে ভরে আকাশ, কোকিলের সুরে, পেঞ্জা মেঘের ছোঁয়ায় মায়ের দোলায় আগমন। সেই আগমনের  ছোঁয়া লেগেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সুবুদ্ধিপুর স্বপ্নপূরণ আবাসনের দেবী দুর্গার আগমনে মায়ের কাছে একটাই আবেদন যে,  করোনা ভাইরাস নামক অসুর বধ করে মুক্ত করো মা এ ধরিত্রিকে।

[আরও পড়ুন- অন্য পুজো স্বপ্ন খোঁজে, শারদীয় পোষাক বিতরণ]

বাইরে নয় এবছর আবাসনের মধ্যে আমরা কাটাব পুজোর কটা দিন। দুর্গাপুজো শুরু থেকে স্বপ্নপূরণের পরিবার একত্রিত হয়ে হাতে হাত রেখে মায়ের আগমনী বার্তা পৌঁছে দেবে আবাসনের চারিপাশে। তাই পুজোর কটা দিন স্বপ্নপূরণ আবাসিকদের নতুনভাবে দেখবে বারুইপুর সুবুদ্ধিপুর এলাকার বাসিন্দারা। পঞ্চম থেকে নবমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এই পুজো। তাদের সমস্ত অনুষ্ঠান সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক পড়ে কার্যকর করা হবে। যার হাত ধরে এ বছর স্বপ্নপূরণ আবাসনের দেবী দুর্গার আগমন সেই বিশিষ্ট সমাজসেবী পিনাকী রায় গান্ধী এবং আবাসনের মহিলাদের হাতের  ছোঁয়ায় মায়ের অপরূপ সাজ দেখবে স্বপ্নপূরণের আবাসনের বাসিন্দারা।

 

 

Related Articles

Back to top button
Close