পশ্চিমবঙ্গহেডলাইন
BCCL খনি কর্মীর অস্বাভাবিক মৃত্যু

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: অস্বাভাবিক মৃত্যু হল এক BCCL কোলিয়ারিতে কর্মরত এক খনি কর্মীর। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের চিরকুন্ডায়। BCCL’র মৃত খনি কর্মীর নাম ব্রিজনাথ কুমার (৫৮)। তিনি কুমারডিহি কোলিয়ারির বাসিন্দা। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ওই খনি কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, BCCL’র কুমারডিহি কোলিয়ারির কর্মী ব্রিজনাথ কুমার মঙ্গলবার রাতে বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকেরা তাকে অচৈতন্য অবস্থায় আসানসোলের কুলটিতে শাঁকতোড়িয়ায় ইসিএলের হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।