fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

অনলাইনে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী ছাত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এখন দেশজুড়ে আনলক-১ চলছে। কিন্তু স্কুল-কলেজে এখনও অনলাইন ক্লাস চলছে। আর সেই অনলাইন এর ক্লাসের চাপ সহ্য করতে না পেরে এবার আত্মঘাতী হল ১২ বছরের এক ছাত্রী। গুজরাটের মৃত ওই ছাত্রীর নাম খুশি।

ওই ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে যে, অনলাইন ক্লাসের পড়াশোনা, হোমটাস্ক,সবমিলিয়ে তার ওপর খুব চাপ পরে গিয়েছিল। সেই চাপ থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছিল ওই কিশোরী।

গত সোমবার সে পড়তে বসতে চাইছিল না সে। এরপর একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়  সে। এরপর তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সুত্রের খবর, গরিব পরিবারের সন্তান মা-বাবা এবং ভাইয়ের সঙ্গে থাকত খুশি। লকডাউনের আগে ভর্তি হয়েছিল একটি গুজরাটি মিডিয়াম একটি স্কুলে। লকডাউনে অনলাইন ক্লাসের জন্য কষ্ট করেও মেয়েকে স্মার্টফোন কিনে দিয়েছিলেন খুশির বাবা। কিন্তু মেয়ে যে এমন করতে পারে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি খুশির পরিবারের সদস্যরা।

Related Articles

Back to top button
Close