স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে আত্মঘাতী মা

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর নিজের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে কিভাবে ভবিষৎ কাটাবেন সেই চিন্তায় ছেলেকে নিয়ে আত্মঘাতী হল মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রাজাপুর থানার রঘুদেবপুরের ঘরভায়া বাসুদেবপুরে। মৃতেরা হল দেবনাথ দে (৪৭) অনুশ্রী দে (৪০) ও প্রীতম দে (২২)।
জানা গেছে, পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী দেবনাথ দে দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। পাশাপাশি নিজেদের এক ছেলে প্রীতম বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় পরিবারে একটা সমস্যা লেগেই ছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে দেবনাথ বাবু জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এদিকে রবিবার দেবনাথ বাবুর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন অনুশ্রী। স্বামীর অবর্তমানে ছেলেকে নিয়ে কিভাবে বাকি জীবনটা কাটাবেন সেই চিন্তায় মনমড়া হয়ে পড়েন তিনি।
আরও জানা গেছে, সোমবার বিকালে শিবপুর শ্মশানঘাটে স্বামীর মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পর মা ও ছেলে স্নান করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে এক আত্মীয় তাদের ডাকতে এলে দুজনকেই ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শনিবার স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই অনুশ্রী সকলকে বলছিলেন তিনি চলে গেলে তার ছেলের কি হবে। তাই তিনি তাকে কারোর বোঝা করে রেখে যাবেননা। তবে তিনি যে এই কান্ড ঘটিয়ে ফেলবেন সেটা কেউ ভাবতে পারেনি। রাজাপুর থানার পুলিশ একটি অসাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।