fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে উত্তীর্ণ না হতে পারায়, আত্মহত্যা যুবকের

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে উত্তীর্ণ না হতে পারায়, আত্মহত্যা পথ বেছে নিলেন এক যুবক। মৃতের নাম বিপ্লব বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা বাদুড়িয়া থানার জঙ্গলপুর গ্রামে। বছর একুশের বিপ্লব বিশ্বাস রাজ্যের বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।এরপরেই তিনি বাড়ির পাশে আমবাগানে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বেঙ্গল পুলিশের কনস্টেবলের রেজাল্ট দেখেন বিপ্লব বিশ্বাস। তারপর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাদুড়িয়া থানার ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাপাতালে পাঠিয়েছে। মৃত্যুর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

সেই সুইসাইড নোটে লেখা আছে, বেঙ্গল পুলিশের চাকরিতে আমি সফল হতে পারিনি, এর জন্য কোন দুঃখ নেই আমার, কথা দিলাম পরের জন্মে আইপিএস, আইএএস হয়ে দেখাব। এর জন্য আমি নিজেই দায়ী”।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হলেন সঙ্গীতশিল্পী কুমার শানু

এই সুইসাইড নোটটি বিপ্লব বিশ্বাস এর হাতের লেখা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানা পুলিশ প্রশাসন।

Related Articles

Back to top button
Close