সৎকার সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কাকা ও ভাইপোর, জখম আরও এক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: আত্মীয়র মৃতদেহ সৎকার সেরে বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল কাকা ও ভাইপোর। সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কাইতি উচালন রোডে। মৃতরা হলেন আনন্দ রুইদাস (৪১)ও সঞ্জীব রুইদাস (২২)। বাইকে সওয়ার থাকা পরেশ রুইদাস নামে অপর একজনও জখম হয়েছে। মৃত ও জখম সকলেরই বাড়ি জেলার খণ্ডঘোষ থানার শুনিয়া গ্রামে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মীয়র মৃতদেহ সৎকার সেরে একটি মোটর বাইকে তিনজন চেপে উচালনের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাবার সময়ে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কালভার্টে ধাক্কা মেরে বসে। ঘটনাস্থলেই বাইকের এক আরোহী আনন্দ রুইদাসের মৃত্যু হয়। জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকে বাইকের অপর দুই আরোহী সঞ্জীব রুইদাস ও পরেশ রুইদাস। তাদের দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাবার পথে সঞ্জীব রুইদাসের মৃত্যু হয়। পরেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন মৃতদের পরিবার পরিজন।