fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মাঝ আকাশে কপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অল্পের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিহারে নির্বাচনী প্রচারে হেলিকপ্টারে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অপর দুই নেতা মঙ্গল পাণ্ডে ও সঞ্জয় ঝা। যে হেলিকপ্টারটিতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেটির ব্লেড হঠাৎ-ই ভেঙে পড়ে। একসঙ্গে চপারের চারটি ব্লেডও ভেঙে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। কিন্তু শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বেঁচে যায় হেলিকপ্টার , প্রাণে রক্ষা পান কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, পাটনা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। তবে এই নিয়ে এখনও কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাটনা বিমানবন্দরের পক্ষ থেকেও কোনও অফিসিয়াল বিবৃতি পেশ করা হয়নি।

আরও পড়ুন:‘জমি-জেহাদের’ শিকার দলিত হিন্দু পরিবার, পাশে দাঁড়ালো বিজেপি

শনিবার বিকেলে বিহারের প্রচার সেরে পাটনায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিআইপি হেলিকপ্টারের ব্লেডডি এটি নির্মাণ সংস্থার সাইটের ওভারহেড তারে জড়িয়ে যাওয়াতেই এই সমস্যা। হেলিকপ্টার নিচে নামার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে থাকা কাঁটাতারে আটকে যায়। তবে কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
Close