কৃষি বিলের সমর্থনে প্রচারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক প্রচারে নামলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক নিয়ে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে মহামিছিল বিদ্রোহী মোড়ে শেষ হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে এই কৃষি বিল এনেছেন মোদিজীর নেতৃত্বে বিজেপি সরকার।
আরও পড়ুন: বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে অবরুদ্ধ হতে পারে শহর
আগামী ২০২২ সালের মধ্যে দেশের সমস্ত কৃষকদের দ্বিগুন আয় করার লক্ষ্যেই এই কৃষি বিল পাশ করা হয়েছে। দেশের কৃষকদের দালাল, মধ্যসত্বভোগী ও ফড়েদের হাত থেকে রক্ষা করতেই এই বিল। একজন কৃষক তাঁর উৎপাদিত ফসল দেশের যে কোনও প্রান্তে নিজে স্বাধীন মতো বিক্রি করতে পারবেন বলে জানান রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে শাসক দল ও দেশের কিছু বিরোধী রাজনৈতিক দল কৃষকদের কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল নিয়ে কৃষকদের ও সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।