নৌবাহিনীতে শক্তি বৃদ্ধি, কলকাতায় এসে যুদ্ধ জাহাজ ‘আইএনএস দুনাগিরি’ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কলকাতা সফরে তিলোত্তমার বুকে যুদ্ধ জাহাজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার আজ এই দিনে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা।
গার্ডেনরিচ শিপবিল্ডার্সের তৈরি পি ১৭ এ ক্লাসের দ্বিতীয় ফ্রিগেট এই যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন তিনি। এই যুদ্ধজানাগের নাম হয়েছে ‘আইএনএস দুনাগিরি’। উত্তরাখণ্ডের পর্বতমালা নামে এই যুদ্ধ জাহাজে নামকরণ হয়েছে।
দুনাগিরি একটি অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত সমরাস্ত্রে ভরপুর যুদ্ধ জাহাজ। রয়েছে মিশাইল থেকে রকেট লঞ্চারও। এছাড়াও এই জাহাজে রয়েছে স্টেলথ প্রযুক্তি। যার ফলে সহজেই জলের তলা থেকে শত্রুপক্ষের দিকে নজর রাখতে পারবে এই জাহাস। জাহাজের গতিবিধি ধরা পড়বে না শত্রুপক্ষের র্যাডারে। এর ওজন ৬,৬০০ টন।
এর আগেও গার্ডেনরিচ শিপবিল্ডার্সে দুটি যুদ্ধজাহাজ তৈরি করেছে। সেগুলি ২০১৯ এবং ২০২০ সালে কাজ শুরু করে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট পাঁচটি পি ১৭ এ ক্লাসের স্টেট অফ দ্য আর্ট গাইডেড মিসাইল ফ্রিগেট তৈরির সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌবাহিনী। যার মধ্যে তিনটি পি-১৭এ ফ্রিগেট তৈরির বরাত পায় জিআরএসই। এই পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরির জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছিল ১৯ হাজার ২৯৩ কোটি ৮৬ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় তৈরি প্রথম ফ্রিগেট আইএনএস হিমগিরিকে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে।
এই ফ্রিগেট যুদ্ধজাহাজ আসলে ছোট জাহাজ। যা বাহিনীর সুরক্ষার জন্য অন্যান্য জাহাজের সঙ্গে থাকে। তিনটি যুদ্ধ জাহাজের মধ্যে প্রথমটি প্রাক্তন চিফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের উপস্থিতিতে চালু করা হয়েছিল। সেটা হয়েছিল ২০২০ সালে। আর এবার হবে দ্বিতীয় জাহাজের উদ্বোধন। এই জাহাজগুলিতে অত্যাধুনিক দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা জার্মানি থেকে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে।