গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা পাসোয়ান টুইটে লেখেন, ‘চিরাগ বলল আমার হাসপাতালে যাওয়া উচিত, তাই গিয়েছিলাম। আমার চিকিত্সা চলছে আর এই মুহূর্তে চিরাগ আমার পাশে থাকায় আমি খুশি।’
তিনি আরও লেখেন, ‘করোনার সংকটের সময়ে খাদ্যমন্ত্রী হিসেবে যথা সম্ভব দেশের সেবা করেছি এবং সব জায়গায় যাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা করেছি। এরই মধ্যে শরীর খারাপ করে। কিন্তু কাজে যাতে খামতি না-পড়ে, তাই হাসপাতালে আর যাইনি। আমার শরীর খারাপ বুঝতে পেরে, আমার ছেলে চিরাগের কথায় হাসপাতালে যাই। সেখানেই চিকিত্সা হচ্ছে। চিরাগ আমার পাশে আছে আর যথাসম্ভব সেবা করছে। আমার খেয়াল রাখার পাশাপাশি ও দলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’
পাসোয়ান আরও লেখেন, ‘আমার বিশ্বাস, তারুণ্যের চিন্তা ভাবনা দিয়ে চিরাগ দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। চিরাগের সব সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত। আশা রাখি, সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শিগগিরই কাছের মানুষদের কাছে ফিরে আসতে পারব।’