নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের লক্ষ্যভেদে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। গত ৯ জুন অমিত শাহের ভার্চুয়াল জনসভার পর তুমুল উৎসাহ তৈরি হয়েছে পদ্মশিবিরের নেতাদের মধ্যে। বিজেপির অন্দরমহলের খবর প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে ‘ গৃহ সম্পর্ক’ অভিযানে গিয়ে তাঁরা মানুষের কাছে বিপুল সাড়া পাচ্ছেন।
সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘ অমিতজির ভার্চুয়াল জনসভার বিপুল সাফল্যের পর আমরা আরও ৫ টি ভার্চুয়াল জনসভা আয়োজন করছি। আগামী ২৪ তারিখ মেদিনীপুর জোনে বক্তা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ২৬ তারিখ উত্তরবঙ্গ জোনে বক্তা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ২৮ তারিখ কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ৩০ তারিখ রাঢ়বঙ্গ জোনে বক্তা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ও ২ জুলাই নবদ্বীপ জোন বক্তা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।’
আরও পড়ুন: করোনার জেরে রথযাত্রায় নেই মেলা, চেনা অনুষঙ্গ
করোনার জেরে সভা সমাবেশ করার উপায় নেই। অথচ একুশের মহারণের জন্য ও খুব বেশি সময় হাতে নেই। তাই প্রযুক্তি ব্যবহার করে রাজনীতির ময়দানে নেমে পড়লো গেরুয়া শিবির। অন্য রাজনৈতিক দলকে বিজেপি এক্ষেত্রে পিছনে ফেললো, বলাই বাহুল্য।