fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লরির ভেতর থেকে চালকের দেহ উদ্ধার

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বিটি রোডের উপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির ভেতর থেকে ওই লরির চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হল । মৃত লরি চালকের নাম জানা গেছে মহম্মদ আসিফ আলী (২৫) । শনিবার সকালে ওই লরির ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ। অন্যান্য দিনের মতো শনিবারও কামারহাটি বিটি রোডের পাশে মহম্মদ আজাদের পণ্যবাহী লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল । জানা গিয়েছে,  ওই লরির ভেতরে ঘুমোতেন স্থানীয় বাসিন্দা ওই লরির চালক মহম্মদ আসিফ আলী । শুক্রবার রাতেও তিনি ওই গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন । সকালে যখন লরির মালিক মহম্মদ আজাদ গাড়ির চালককে ডাকাডাকি শুরু করে, তখন আসিফ আলীর সাড়া শব্দ পায় না গাড়ির মালিক । অন্য গাড়ির উপরে উঠে মহম্মদ আজাদ দেখেন, তার গাড়ির ভেতরে চালকের আসনের পাশে মৃত অবস্থায় পড়ে আছে মহম্মদ আসিফ আলীর মৃতদেহ, গলায় রুমাল বাঁধা ছিল বলে তিনি দেখতে পান । এই ঘটনায় স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই লরির চালককে কেউ রাতে শ্বাসরোধ করে খুন করে থাকতে পারে । তবে ওই লরির ভেতরে কোন খালাসি ছিল না বলে জানা গেছে । খড়দহ থানার পুলিশ এই ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তবে এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি । খড়দহ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । ওই লরি চালকের গলায় রুমাল বাঁধা ছিল বলে লরির মালিক মহম্মদ আজাদ তদন্তকারী পুলিশ অফিসারদের জানিয়েছেন । পুলিশের প্রাথমিক ধারনা ওই লরি চালককে কেউ খুন করে থাকতে পারে । খড়দহ থানার পুলিশ ওই লরি চালকের মৃতদেহ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে । রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কামারহাটি এলাকায় ।

Related Articles

Back to top button
Close