
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরিস্থিতিতে হাইকোর্টের করিডোর ও এজলাসে অযথা ভিড় এড়াতে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাইকোর্ট প্রশাসন।
মঙ্গলবার হাইকোর্টের রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, বুধবার থেকে শুধুমাত্র রাজ্য ও কেন্দ্রের আইনজীবীদের আদালতের এজলাসে সশরীরে ঢোকার অনুমতি থাকবে।
আরও পড়ুন:পুলিশের মারধরে বিচারাধীন বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উওাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর
বর্তমান পরিস্থিতে হাইকোর্টে করিডোরে ও এজলাসে হাজিরার বৃদ্ধি পাওয়ায় নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করল হাইকোর্ট প্রশাসন। যাতে নতুন করে কোনভাবেই বিচার প্রক্রিয়া বাঁধা প্রাপ্ত না হয় সে কারণেই এবিষয়ে তিনি সব আইনজীবীর কাছে নতুন নির্দেশিকা মেনে চলার মেনে চলার ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।