আলিপুরদুয়ারে একই পরিবারের ৩ জনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের ২ নং ওয়ার্ডের প্রভাত সংঘ লাগোয়া এলাকায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। তিন জনই একই পরিবারের সদস্য, সম্পর্কে স্বামী -স্ত্রী ও ছেলে। ভাড়ার ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন আলিপুরদুয়ার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে। এবং মর্মান্তিক এই ঘটনার কারণ হিসাবে ‘আর্থিক দুরবস্থা’ কে দায়ী করেছেন অকুস্থলে উপস্থিত আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী । করোনা বিপর্যয়ের কারণে আর্থিক দৈন্যতায় পড়েই কি একটি গোটা পরিবার শেষ হয়ে গেল কিনা সে প্রশ্ন উঠে এসেছে প্রাসঙ্গিক ভাবেই।
আরও পড়ুন: ভগবানপুরে প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
ঘটনায় প্রকাশ, বিশ্বজিৎ বোস (৪০) পেশায় জীবন বীমা এজেন্ট কর্মী। স্থানীয় অসমর্থিত সূত্র বলছে, স্ত্রী ও ক্লাস ইলেভেনের পড়ুয়া ছেলেকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে আত্মঘাতী হন তিনি। এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন পরিবারটি। পরিবারটি আলিপুরদুয়ার জেলার বাসিন্দা ছিলেননা বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহগুলি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলছে ঘটনার।