পশ্চিমবঙ্গহেডলাইন
আসানসোলে বেসরকারি কারখানার কর্মীর অস্বাভাবিক মৃত্যু

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলে একটি বেসরকারি স্টিল কারখানায় কর্মরত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা মৃত কর্মীর নাম চন্ডী তন্তুবায় (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়ার যুবক আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ায় একটি বেসরকারি স্টিল কারখানায় কাজ করতেন। অন্যদিনের মতো শনিবার সকালে কাজ করার সময় চন্ডী তন্তুবায় কারখানায় অসুস্থ হয়ে পড়েন। কারখানার অন্য কর্মীরা তাকে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঐ কর্মীর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতি পূরণের দাবি করেন। কারখানার তরফে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে বলে জানা গেছে। পুলিশ জানায়, মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে এদিন দুপুরে। ঠিক কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বোঝা যাবেনা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।