fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বায়ুসেনা কর্মীর অস্বাভাবিক মৃত্যু

জয়দেব লাহা, দুর্গাপুর: বাড়ির বাথরুমে বায়ুসেনা কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বৃহঃস্পতিবার ঘটনাটি ঘটেছে, কাঁকসা হাটতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আশীষ কুমার(৩৭) উত্তর প্রদেশের বাসিন্দা। পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে কাঁকসার হাটতলা এলাকায় একটি বাড়িতে বছরখানেক ভাড়া ছিলেন।

 

 

এদিন সকালে বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ও বায়ুসেনাকর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাড়ীর ভেতর বাথরুমে বালতির জলের মধ্যে মুখ ডোবানো ছিল। তাকে উদ্ধার করে পানাগড় ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, বাড়ীর দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Back to top button
Close