fbpx
দেশহেডলাইন

উত্তরপ্রদেশে শহিদ পুলিশকর্মীদের পরিবারকে দেওয়া হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ: যোগী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুক্রবার কানপুরে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াইয়ে ৮ জন পুলিশকর্মী শহিদ হন। এবার সেই শহিদ পুলিশকর্মীদের পরিবারকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন । তিনি বলেন, দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে মৃত পুলিশকর্মীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । এর পাশাপাশি তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একজনকে চাকরিও দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন: ICU-তে করোনা রোগীকে ভর্তি নিয়ে নয়া বিধিনিষেধ জারি করল স্বাস্থ্য দফতর

যোগী আরও বলেন, এই সমস্ত কিছুর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে । উল্লেখ্য, উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার রাতে অপরাধীদের ধরতে অভিযানে নামে ডিএসপি ও তিনজন সাব ইন্সপেক্টরসহ পুলিশের গোটা টিম। চৌবেপুর থানা এলাকার একটি গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালানোর সময় দাগী অপরাধী বিকাশ দুবের দলবলের লোকজন পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই এলাকার একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ৮ জন পুলিশকর্মী শহিদ হন। পুলিশের দিক থেকে পাল্টা গুলি চালানো শুরু হলে তিনজন দুষ্কৃতী খতম হয়। কিন্তু এই অপারেশনে দাগী অপরাধী বিকাশ দুবেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার পর উত্তরপ্রদেশের চারিদিকের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই ঘটনায় কোনও অভিযুক্তকেই রেহাই দেওয়া হবে না । তাঁরা শাস্তি পাবে ।

 

আরও পড়ুন: লকেটকে ফোন মুখ্যমন্ত্রীর! ‘বড় দিদি হিসেবে পাশে সবসময় আছি’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

Related Articles

Back to top button
Close